বরুড়া প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় উপজেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রদলের সাংগঠনিক মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় বরুড়া উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদল এর আহবায়ক মোস্তাকিন পাটোয়ারি'র সভাপতিত্বে অনুষ্ঠানে দিব নির্দেশনামূলক বক্তব্য রাখেন বরুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত, সিনিয়র যুগ্ম আহবায়ক মোর্শেদ রাজু, যুগ্ম আহবায়ক তাজিরুল ইসলাম,উপজেলা ছাত্রনেতা বজলুর রশিদ, এনাম খন্দকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ। মত বিনিময় সভায় প্রতিটা ইউনিয়ন থেকে স্ব স্ব ইউনিয়ন নেতৃবৃন্দ মতামত দেন। ইউনিয়ন নেতৃবৃন্দর মতামত শেষে সাংগঠনিক বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। সভায় বক্তব্যে বক্তারা বলেন আগামীর ছাত্রদল হবে মেধাবীদের আশ্রয়স্থল এবং জাতির দিকপাল।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.