মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়া পৌর সদর বাজারে ১১ অক্টোবর ২৪ ইং বিকেলে মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি এবং বিজেপি নেতা নিতেশ রানে তা সমর্থন করার প্রতিবাদে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ বরুড়া উপজেলা এর উত্তর এ মানববন্ধন আয়োজন করেন।
বরুড়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবদুল মুত্তালিব, মুফতি নাজমুল হাসান,মাওলানা ইলিয়াছ মুফতি হাবিবুর রহমান, মাওলানা যোবায়ের আহমেদ, মাওলানা শরীফ মাহমুদ, মাওলানা ওমর ফারুক আমেনী,হাফেজ আবদুল্লাহ আল মাহবুব, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.