বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে কে সামনে রেখে কুমিল্লার বরুড়ায় পালিত হচ্ছে জাতীয় যুব দিবস-২০২৪।
শুক্রবার ১লা নভেম্বর সকাল ১০টায় বরুড়া উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বরুড়ায় যুব দিবসের এর উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং। র্যালিটি বরুড়া উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে শুরু হয়ে বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা ক্যাম্পাসে এসে শেষ হয়।
প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। এবারের যুব দিবসে নানা ক্ষেত্রে যুবকদের বিশেষ সফলতার জন্য জাতীয় যুব পুরস্কার দেয়া হয়েছে। এদিন দিবসটি উপলক্ষে বরুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সুমাইয়া জাহান মিতু, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ মহিউদ্দিন।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের বরুড়া প্রতিনিধি সলিল রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের বরুড়া প্রতিনিধি মোঃ ইকরামুল হক, রক্তঋণের সভাপতি মোঃ শরীফ উদ্দীন, তাকওয়া ফাউন্ডেশনের আহবায়ক মাওলানা আমিনুল ইসলাম সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ প্রশিক্ষনার্থী বৃন্দ।
এদিন সভা শেষে প্রশিক্ষিত ১৯ জন যুব কে ১৮লাখ ৭০ হাজার টাকা চেক ও ৩৫ জন যুব কে সনদ প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.