স্টাফ রিপোর্টার
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের আলোকিত সংস্থা টিম ফর ফিউসার এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১.০৪.২০২৫ ইং) "ঘোষ্পা সি এফ ইউ সি উচ্চ বিদ্যালয়ের" হলরুমে অনুষ্ঠানে সকলের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও মিলন মেলা তৈরি হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোশারফ হোসেন,
বাংলাদেশ নারী লেখক সোসাইটির সভাপতি কবি, কথাসাহিত্যিক, ও সম্পাদক অধ্যাপক শেলী সেনগুপ্ত, (সিনিয়র সচিব রন্জিত কুমার বিশ্বাসের সহধর্মিণী) ও অধ্যাপক আফরোজা কাজল।
বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তি সৈয়দ মেজবা উদ্দিন আহমেদ, ঘোষ্পা হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি হুমায়ুন কবীর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজনের জন্য সংগঠনের সকল সদস্যদের অভিনন্দন জানান।
সংগঠনের উদ্যোক্তা সদস্য সার্বিক দিক তুলে ধরেন যুব উন্নয়ন অফিসার গোলাম আজম। ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সম্পাদক কামাল মানিক।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য স্পেন প্রবাসী জাহাঙ্গীর আলম।
টিম ফর ফিউচারের আহবায়ক মাষ্টার মোঃ "মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে টিম ফর ফিউচারের ১৯ জন এমবিবিএস ডাক্তার, ০১ জন ইন্জিনিয়ার, ১জন বিসিএস শিক্ষা ও ০৩ কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক ক্রেষ্ট, ব্যাচ, টি শার্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান সন্চালনায় ছিলেন অধ্যক্ষ জয়াশীষ।
ক্রেষ্ট ও ব্যাচ গুলো স্পনসর করেন ঢাকাস্হ গালিমপুর ইউনিয়ন সোসাইটির আহবায়ক স্পেন প্রবাসী জাহাঙ্গীর আলম।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.