কুমিল্লার বরুড়া আবহাওয়া তীব্র গরম। অতিষ্ঠ হয়ে উঠেছে জন জীবন। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। এতো তীব্র গরমে ও দমাতে পারেনি ঈদ মার্কেটি।
শত শত মহিলা শিশু বাচ্চা নিয়ে সকালে বরুড়া পৌর সদর বাজারে ঈদ মার্কেটিং করার জন্য আসে।
ব্যবসায়ীরা বলেন, প্রচুর বিক্রি আছে। প্রবাসীর পরিবার কেনা কাটা বেশী করছে।
গরম বেশী হওয়ায় পাখার বাতাসে ঠান্ডা হচ্ছে না।
ছোট ছোট শিশু বাচ্চা নিয়ে না আসার অনুরোধ করেন অনেক ব্যবসায়ীরা।
কাপড়, জুতা ও কসমেটিক দোকানের পাশাপাশি মুদি দোকানে ও বিক্রি বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.