মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়ার আগানগর ইউনিয়ন গহিন খালী গ্রামের খাজা খায়ের উদ্দিন নামের (৪৮) এক যুবক কে ১৫ অক্টোবর ২৪ ইং ভোরে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ৩৮ বীর এর মেজর নজিউর এর নেতৃত্বে ৫০ সেনা সদস্য নিয়ে আগানগর ইউনিয়ন গহিন খালী গ্রামের আবদুর রহমানের ছেলে খাজা খায়ের উদ্দিন এর বাড়ি ঘেরাও করে রাখে। পরে বরুড়া থানায় খবর দিলে বরুড়া থানার এস,আই সুমন সরকার পুলিশের একটি টিম নিয়ে গহিন খালী গিয়ে খাজা খায়ের উদ্দিন এর বসত ঘর তল্লাশি করে খাটের নীচে হলুদ রংয়ের শফিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় রিভলবার উদ্ধার করে। ঘরে থাকা আরো ২ টি ছেনি উদ্বার করা হয়।
পুলিশ খাজা খায়ের উদ্দিন কে গ্রেফতার করে অস্র সহ বরুড়া থানায় নিয়ে আসে।
এ বিষয় বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, যৌথ অভিযানে খাজা খায়ের উদ্দিন নামে একজন কে রিভলবার সহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয় মামলা করার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.