ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলার ৬নং চিতড্ডা ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শাহীনের আমন্ত্রণে কবরবাসীর নাজাতের জন্য দোয়া মাহফিলে যোগদান করেন কুমিল্লা-৮,বরুড়া সংসদীয় আসনের সংসদ সদস্য এ জেড এম শফিউদ্দিন শামীম এমপি।
১৮ জুন (মঙ্গলবার) দুপুর ২.০০ ঘটিকার সময় নোয়াপাড়া হাজী সুপার মার্কেট সংলগ্ন মোজাম্মেল হক শাহিনের বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মোজাম্মেল হক শাহিনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর, বরুড়া উপজেলার ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনোয়ারা বেগম, মো: ফারুক আহমেদ (সি.আই.পি), আব্দুল মমিন মেমোরিয়াল গার্লস হাই স্কুল প্রতিষ্ঠাতা এহসানুল হক সেলিম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এ জেড এম শফিউদ্দিন শামীম ৬নং চিতড্ডা ইউনিয়নের স্কুল, মাদ্রাসা ও সরকারের চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করেন এবং যেইসব রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া লাগেনি সেইসব রাস্তাঘাট পরিদর্শন করে দ্রুত বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.