বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় নিখোঁজের একদিন পর মেহেদী (১৪) নামের এক কিশোর অটোরিকশা চালককের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সে উপজেলার বাঁসতলী এলাকার আবুল কাশেমের ছেলে।
গত ১৯শে নভেম্বর বেলা এগারটায় নিজ বাড়ি থেকে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের যায়। সে নিয়মিত রামমোহন খোশবাস হয়ে নিমসার কিংবা কালির বাজারের সড়কে অটোরিকশা চালাতো, কিন্তু প্রতিদিনের নির্ধারিত সময়ে বাড়িতে না আসায় মেহেদীর পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে এবং চেয়ারম্যান কে অবহিত করে। অনেক খোঁজখুঁজির পর সোমবার দিবাগত-রাতে সদর উপজেলার হাতিগাড়ায় গলাকাটা অবস্থায় মেহেদীর মৃত দেহ পাওয়া যায়।
সদা হাস্যজ্বল অটোরিকশা চালক মেহেদীর নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে খুদে অটোরিকশা চালক মেহেদীকে হত্যার দায়ে খোশবাস উঃ ইউনিয়নের ইলাশপুর এলাকার নজিরের ছেলে মোঃ নাজমুল কে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.