মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সহযোগিতায় খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।
রবিবার ৩ মার্চ ২৪ ইং বেলা ১২টায় উপজেলার খোশবাস দঃ ইউনিয়নের মুগুজী দঃ পাড়া জলিল মিয়ার বাড়িতে মৃত ওমর ফারুক এর কন্যা মুগুজী মাষ্টার আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাল্য বিবাহের দিন ধার্য্য হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম বিষয়টি জানার পর তার প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করার পর বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সহোযোগীতা চান।
নির্বাহী অফিসার সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসময় বাল্য বিবাহ নিরোধ ও প্রতিরোধ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং মেয়ের বয়স ১৮ বছর পুর্ন না হওয়ার আগ পর্যন্ত মেয়েটির বাল্য বিবাহ দিবেনা মর্মে বর্তমান অভিভাবক মোঃ জলিল মিয়া ও মাতা সালমা বেগম উপজেলা নির্বাহী অফিসার এর উপস্থিতিতে অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত মোঃ ইব্রাহিম খলিল, বরুড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিন পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন। সাংবাদিক মোঃ জহির হোসেন সহ সুশীল সমাজ ও নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.