মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় উপজেলা তাকওয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ন্যায্য মূল্যে কাঁচা সবজি বিক্রি শুরু হয়েছে।
বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা সামনে সকাল ১০ টা থেকে টানা ৫ টা পর্যন্ত এ সবজি বিক্রি করা হয়।
উদ্যোক্ততারা জানিয়েছেন, বাজারে শাক সবজি সহ নিত্যপণ্যের যে উর্দ্বোগতি তা কমিয়ে আনতে পাইকারি সবজি কিনে একই ধরে বিক্রি করছেন তাঁরা। এ মাধ্যমে বাজারের সিন্ডিকেট ভাঙ্গার চেষ্টা করছেন।
কাঁচা সবজির মধ্যে রয়েছে লাউ, লাউ শাক, করলা, মিষ্টি কোমড়া, শশা,কাঁচা মরিচ, কাগুজি লেবু, টমেটো,সিম ইত্যাদি।
যে সকল সবজি বিক্রি করা হচ্ছে বাজার থেকে ১০/১২ টাকা কম রয়েছে বলে ক্রেতারা জানান।
এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লা।
প্রতিটি উপজেলায় ৫ টি করে এমন দোকান চালু হলে সিন্ডিকেট ভেঙ্গে যাবে বলে ওরাই আপনজন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম বলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.