বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ উপজেলা প্রশাসন ও আবু তাহের ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে হয়ে পূনরায় উপজেলা চত্বর পর্যন্ত এক বর্নাঢ্য র্যালি শেষে দুপুর সাড়ে বারটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন মরহুম আবু তাহের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবু সায়েমের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ, কুমিল্লা ফরেষ্ট রেঞ্জার কাজী সাইফুল ইসলাম বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন সাহা।এদিন সভায় বক্তব্য রাখেন বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক সহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন। এদিন আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে হাঁড়ি ভাঙ্গা আম গাছে কলপ প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.