মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া পৌরসভার শুশুন্ডা গ্রামে আশিক (৩) আজহার (৪) নামে ২ শিশু আপন খালাতো ২ ভাই পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে জানা যায়।
১৮ এপ্রিল ২৪ ইং আনুমানিক ১১ টার দিকে পানিতে পড়ে মৃত্যুর এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায, বরুড়া পৌরসভার শুশুন্ডা গ্রামে নানা আনোয়ার হোসেন আনু মিয়ার বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে আপন ২ খালাতো ভাই পানিতে পড়ে মারা যায়।
আনোয়ার হোসেন এর দুই দুই নাতি দু মেয়ের ঘরের সন্তান। কুমিল্লা লাকসাম উপজেলার যহরপুর গ্রামের মোঃ হাফিজ এর ছেলে মোঃ আশিক (৩) আরেকজন বরুড়া পৌরসভা কাসেড্ডা গ্রামের ওয়াসিম এর ছেলে মোঃ আজহার (৪)। দুজনে খেলা করতে করতে বাড়ির পাশে ছোট একটি গর্তে পড়ে মারা যায়। বাড়িতে মাটি ভরাট করে এই গর্তটি করা হয় বলে এলাকাবাসী জানান। গত পরশু কাল বৈশাখীর বৃষ্টির পানি পড়ে গর্তটি পানিতে ভরে যায়।
২ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.