স্টাফ রিপোর্টার
বরুড়া শিলমুড়ী দঃ ইউনিয়নের বালুয়া এলাকায় দুই কন্যা সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বালুয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে মহিনের স্ত্রী পপি আক্তার ভবানীপুর ইউনিয়নের পাঁচপুকুরীয়া (পুরাতন বাতাইছড়ী) এলাকার মেয়ে। ১৪ই ফেব্রুয়ারী শুক্রবার বালুয়ায় জুমার নামাজের পর পর পপি আক্তারের স্বামীর বাড়ির বসত ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে তার স্বামীর বাড়ির লোকজন তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পপি আক্তার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত গৃহবধূর পপি আক্তারের মামা ইউছুফ আলী জানান দীর্ঘদিন যাবৎতার শাশুড়ী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলো, এ সময় তিনি বলেন সঠিক তদন্ত করে এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের আইনের আওতায় আনার দাবি করেন।
এ বিষয়ে বরুড়া থানাসূত্রে জানা যায় এই ঘটনায় বরুড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.