মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যেগে ২ মার্চ ২৩ ইং প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৮ বরুড়া আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম, সাবেক পৌর মেয়র বাহাদুরুজ্জামান, কুমিল্লা জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী মফিজ উদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম।
অন্যানদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, প্রধান শিক্ষক আবদুল হক, মোঃ মিজানুর রহমান, শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, সৈয়দা সাদিয়া ও সেলিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন, স্মৃতি রানী বনিক, অনুষ্ঠান টি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মোঃ সোলাইমান।
অনুষ্ঠানের মধ্যখানে প্রাথমিক শিক্ষকদের মাঝে বিভক্তি দূর করে একত্রিত করে দেন স্হানীয় সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
শিক্ষকদের গ্রুপিং পরিহার করে শিক্ষার্থীদের মান উন্নয়নে আরো মনোযোগী হওয়ার আহবান জানান সংসদ সদস্য। এ সময় উপস্থিত সকল শিক্ষক করতালি দিয়ে স্বাগত জানান। প্রাথমিক শিক্ষার্থীদের মান উন্নয়নে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর এস কিউ ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষা করার ঘোষণা দেন। অনুষ্ঠানের শেষে সকল অতিথিদের কে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.