মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠক প্রিয় দৈনিক যায় যায় দিনের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৬ জুন মঙ্গলবার বরুড়া এলাহী ম্যানশন আইটি লিমিটেড কার্যালয়ে এ আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
আলোচনা সভায় যায় যায় দিনের বরুড়া প্রতিনিধি সিনিয়র প্রভাষক মোহাম্মদ মাসুদ মজুমদার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রেজাউল করিম, স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি ও আগানগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি বরুড়া- ১ এর ডিজিএম মোঃ জালাল উদ্দিন, বিসিআইসির সাবেক জেনারেল ম্যানেজার মোঃ ফারুকুল ইসলাম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক টেলিফোন পত্রিকার সম্পাদক মোঃ আবুল হাসেম, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দীন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস, জেজেডি ফ্রেন্ডস ফোরাম বরুড়া উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক ও বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সংস্কৃতি-কর্মী আজহার সুমন, স্বাবলম্বী হবো সবাই (সাহস) এর প্রধান সমন্বয়কারী সবুর বাদশা, বরুড়া উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি মোঃ আবুল কালাম, দৈনিক আমাদের কুমিল্লার সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন, দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক মোঃ ওমর ফারুক, দৈনিক সমাজ কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন,নারী অধিকার ফোরাম বরুড়ার সভাপতি এডভোকেট শাকিলা জামান,বরুড়া উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুফতি কাজী মমিন উল্লাহ ভূঁইয়া, ছোটতুলাগাও মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ মাহমুদুল হাসান প্রমুখ।
সবাই বক্তারা যায় যায় দিনের জন্মদিনে সম্পাদক মন্ডলীর সভাপতি ও প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী সহ যায় যায় দিন পরিবারের সবার মঙ্গল কামনা এবং যায় যায় দিন পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.