মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টায় বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার হেফজ বিভাগে
মালয়েশিয়া প্রবাসী ৪নং দক্ষিণ খোশবাস ইউনিয়ন বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইফতেখারুল আলম ভূঁইয়া শাহিন, কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সুমন আহমেদ, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহ মুহাম্মদ ইমরান, বরুড়া উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ রাজু, সাধারণ সম্পাদক লিটন পন্ডিত, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিরুল ইসলাম, সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আলী আকবর ফারুকী।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.