নিজস্ব প্রতিবেদক
বরুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আলোচনা সভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪শে আগষ্ট শনিবার সকাল দশটায় বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় প্রতিষ্ঠানের সাবেক সহসভাপতি ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার সন্তান মোঃ ইলিয়াস আহমদের সভাপতিত্বে সভা ও সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুকী, উপাধাক্ষ্য মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান জাফরী, রাজামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, বরুড়া ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল হান্নান, দেওড়া আজগড়িয়া মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন জেহাদী, ঝাপুয়া অশ্বদিয়া ও মাদ্রাসার উপাধাক্ষ্য আবদুর রাজ্জাক, বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি শাহ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, ইসলামী যুবসেনার সভাপতি মাসউদুল আলম পাটোয়ারী, খোশবাস দরবার শরীফের পীর মাওলানা মোহাম্মদ আরেফিন, সৈয়দ আবুল হাসেম ভান্ডারী, দৈনিক মানবজমিনের বরুড়া প্রতিনিধি মোঃ ইকরামুল হক, দৈনিক রুপসী বাংলার বরুড়া প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম, কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া, মাওলানা আবদুল হান্নান, মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন মমতাজী, মাওলানা মোহাম্মদ আবদুল মোতালেব হোসেন, মোঃ জোহর আলী, বরুড়া উপজেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি মোঃ মোস্তফা রেজা সহ প্রমুখ।
সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.