ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্যেগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
উপজেলা মেডিকেল অফিসার ডাঃ আসিফ আল হাদীর সঞ্চালনয় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইয়াছিন মিয়া, সাংবাদিক মাসুদ মজুমদার প্রমুখ।
আগামী ১ জুন ২৪ ইং সারাদেশে পাঁচ বছরের নীচে শিশুদের কে ভিটামিন এ প্লাস ক্যাপসল খাওয়াবে সরকারি ভাবে। বরুড়া উপজেলার ১৫ টি ইউনিয়ন ১ টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ১ জুন ২৪ ইং এ কর্মসূচী বাস্তবায়িত হবে। বেদে ভাসমান শিশুদের কে খুঁজে বের করে ভিটামিন এ প্লাস ক্যাপসল খাওয়ানোর জন্য গুরুত্বারোপ করা হয়। অবহিত করণ সভায় ডাক্তার, সাংবাদিক, নার্স সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.