ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলা ভূমি অফিসের উদ্যেগে উপজেলা হলরুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্য নিয়ে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এ ভূমিসেবা সাপ্তাহ চলবে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আহমেদ হাছান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
নারী অধিকার ফোরামের সভাপতি শাকিলা জামান এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সাত্তার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমদ, সাংবাদিক সলিল রন্জন বিশ্বাস, সোহেল হোসেন, ইকরামুল হক, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার অনলাইনে খাজনা দেয়ার জন্য সুবিধা করে দিয়েছেন। দলিল হওয়ার সাথে সাথে বাদ খারিজ করে নেবেন। বন্টন নামা করলে বাদ খারিজ করতে সুবিধা হয়। ১১ শ ৭৫ টাকা দিয়ে প্রতিটি খারিজ করে নেবেন। সমস্যা হলে সরাসরি অফিসে যোগাযোগ করবেন। দালালের খপ্পরে পড়বেন না। মানুষের দৌড় গোড়ায় সেবা পৌঁছাতে হবে। সকলে মিলে এ প্রচারকাজ করার অনুরোধ জানান নির্বাহী অফিসার নু এমং মারমা মং।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.