মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় গত ২২ মে ২৩ ইং'স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়' প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়া উপজেলায় অনুষ্ঠিত 'ভূমিসেবা সপ্তাহ' উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা।
উপজেলা ভূমি অফিস, বরুড়ার উদ্যোগে সপ্তাহব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে ভূমি কর পরিশোধ, নামজারি আবেদনসহ মৌজা ম্যাপ, খতিয়ান, পর্চা সংগ্রহের আবেদন করা যাবে। অনুষ্ঠানে সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুধীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.