কুমিল্লার বরুড়ায় মডেল মসজিদ নির্মান কাজ পরিদর্শন করলেন ইউএনও সাবরিনা আফরিন মুস্তাফা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প সারাদেশের প্রতিটি বিভাগীয় ও জেলা সদর এবং প্রতিটি উপজেলায় একটি করে মোট ৫৬০টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। অনেক দিন পর বরুড়ার উপজেলার মডেল মসজিদটি হাজী নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের মূল গেটের সামনের দিকে ৪৯ শতাংশ জায়গার উপর নির্মিত হচ্ছে৷ এই উপলক্ষে গণপূর্ত বিভাগকে জমির সাইট লোকেশন বুঝিয়ে দেওয়া হয়৷ দীর্ঘ দিন জমি সংক্রান্ত ও মামলা জটিলতায় নির্মাণ কাজ পিছিয়ে যায় মসজিদের নির্মানের কাজটি। বরুড়া গ্রামের হাজী জাকির হোসেন মসজিদের জন্য জায়গাটি দান করেন।
৭ মে ২৩ ইং বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের পুর্ব পাশে নির্মানাধীন মডেল মসজিদের কাজ পরিদর্শন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা। এসময় উপজেলা নির্বাহী অফিসার মডেল মসজিদ নির্মান কাজের সার্বিক খোজ খবর নেন এবং দ্রুত নির্মাণ কাজ চালিয়ে নেওয়ার জন্য ঠিকাধারী প্রতিষ্ঠানকে অনুরোধ করেন। এসময় সংশ্লিষ্ট ঠিকাধারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহ বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.