মোঃ ইকরামুল হক
স্টাফ রিপোর্টার, বরুড়া কুমিল্লা- মানবকল্যানের জন্য ঐক্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ই জুলাই শুক্রবার বিকাল তিনটায় ফ্রেন্ডস ফোরামের আয়োজনে ভলান্টিয়ার এসোসিয়েশন অব বরুড়া (ভাব) এর সভাপতি তিতাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুঁইয়া'র সভাপতিত্বে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোডমার্চের উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক। এদিন সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে রোডমার্চটি কশামী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে বড়হরিপুর বাজার, আদমপুর বাজার, খোশবাস বাজার, রামমোহন বাজার, ভঙ্গুয়া বাজার, জলম বাজার, দেওড়া বাজার, অর্জুনতলা, তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় পথসভা শেষ করে বরুড়া বাজারে এসে শেষ হয়।
এদিন অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন, মাদক একটি সমাজ, জাতি তথা দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের ছোবল থেকে মুক্তি পেতে হলে পিতা-মাতাকে সন্তানের প্রতি আরও সচেতন হতে হবে। জুয়া ও মাদক আমাদের দেশ সমাজ ধ্বংসের মূল কারণ। আমাদের যুব সমাজকে এ ই ভয়াবহতার হাত থেকে সচেতনার মাধ্যমে রক্ষা করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ না গড়তে পারলে কোন জাতি উন্নত হয় না। তাই শিক্ষার্থীদেরকে এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজসহ সকলকে রক্ষায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। তাই মাদক থেকে নিজে বাচুন অন্যকে বাচঁতে সাহায্য করুন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.