কুমিল্লার বরুড়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে ইউএনও সাবরিনা আফরিন মুস্তাফা এর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বরুড়া উপজেলায় আশ্রয়ন প্রকল্প -২ এর তৃতীয় ও চতুর্থ পর্যায়ে নির্মিত ভূমিহীন ও গৃহহীনদের ঘর আগামী কাল ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। ২১ মার্চ বিকাল ৪টায় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বরুড়া সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, এসময় সাংবাদিকের তিনি জানান বিগত সময়ে প্রথম পর্যায়ে ২৫টি দ্বিতীয় পর্যায়ে ১৩৮টি তৃতীয় পর্যায়ে ১০৪টি সহ মোট ২৬৭টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের ২ শতক জমির বন্দোবস্ত দলিল সহ বুজিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, খাসজমিতে ব্যারাক নির্মাণের মাধ্যমে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত দিয়ে একক গৃহ নির্মাণ করা হয়েছে। প্রতিটি বাড়িতে থাকবে দুটি শোবার ঘর, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি বারান্দা। এছাড়া প্রতিটি ১০ পরিবারের সুপেয় পানির জন্য একটি গভীর নলকূপের ব্যবস্থা রয়েছে। তিনি আরও জানান, বৃহৎ এ কর্মযজ্ঞে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, ও প্রবীণ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা বলেন মুজিববর্ষের একটি অসাধারণ ঘটনা। সারা দুনিয়াতে এটি প্রথম এবং একমাত্র ঘটনা। একসঙ্গে বিনা পয়সায় এত ঘর করে দেওয়ার নজির আমার জানা নেই। এ প্রকল্পের মাধ্যমে মাদার অব হিউম্যানিটি সারা দুনিয়াতে একটি নজির স্থাপন করলেন। এখানে দুটো উপকার হয়েছে। সরকারি জমি অবৈধ দখলদারমুক্ত হয়েছে এবং জনকল্যাণে সরকারি ভূমি ব্যবহার হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.