মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ার খোশবাস মুন্সী আব্দুর রশিদ ও জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাভিত্তিক ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
মুন্সি আব্দুর রশিদ ও জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. সুলতানা পারভীন এর সভাপতিত্বে বৃত্তি প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নবীরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, মেরিন ফিশারিজ মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিআরএল) মোঃ গোলাম কিবরিয়া, রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড এর ডিরেক্টর সাপ্লাই চেইন মাহবুবুল আলম,বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া।খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের শিক্ষক জিএম ফারুক বাবলু এর সঞ্চালনায় বৃত্তি প্রদান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার,মুন্সী আব্দুর রশিদ-জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহ-সভাপতি গোলাম মোস্তফা ফেরদৌস, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন নিপু, উদযাপন পরিষদের সমন্বয়ক ও খোশবাস বার্তার সম্পাদক মোঃ ইউনুছ প্রমূখ।
অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মোট ৫০ জন ছাত্রছাত্রীকে ৭০ হাজার টাকা বৃত্তি প্রদান , সার্টিফিকেট ও বই উপহার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.