মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ ইং উদযাপন উপলক্ষে যুব র্যালী, আলোচনা সভা, প্রশিক্ষণার্থী যুব ও যুব মহিলাদের মাঝে সনদ ও যুবঋণ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বরুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
বরুড়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাঁশপুর তৃণমুল নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাহানারা হক, বাচাঁর ঠিকানা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, যুব প্রশিক্ষণার্থী সৌরভ হোসেন।
এদিন প্রশিক্ষণার্থী একজন সংগঠক, একজন উদ্যোক্তা সহ ১০ জন যুব ও যুব মহিলাদের মাঝে সনদ বিতরণ, ৮ জন যুব ও যুব মহিলাদের মাঝে ৯ লাখ ২০ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়। এদিন অনুষ্ঠানের পুর্বে যুব সংগঠন ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ যুব ও যুব মহিলাদের অংশ গ্রহণে যুব র্যালী অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.