বিশেষ প্রতিনিধি
কুমিল্লার বরুড়া পৌর এলাকার কসামী গ্রামের রাস্তার পাশে সোহাগ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
৪ সেপ্টেম্বর ২৪ ইং বুধবার দুপরে বরুড়া থানা এস আই নজরুল ইসলাম এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
থানা সূত্রে জানা যায় সকালে স্হানীয় লোকজন রাস্তার পাশে লাশ দেখে বরুড়া থানা পুলিশ কে অবহিত করে। খবর পেয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী একদল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এ লাশ উদ্ধার করে। এরই মাঝে সোস্যাল মিডিয়া এ খবরটি প্রচার হলে সোহাগের মা তাহেরা বেগম ঘটনা স্হলে এসে নিশ্চিত করে সোহাগ তার ছেলে। সে বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়ন ইলাশপুর গ্রামের মৃত মোরশেদ মিয়ার ছেলে।
সোহাগের হাত পায়ে বিদ্যুৎ এর তাঁর জড়িয়ে ছিলো। হাতে একটু পুড়ার অংশ রয়েছে। সাথে বিদ্যুৎ কাজের বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। কি ভাবে তার মৃত্যু হয়েছে, বা কেবা কার তাঁকে মেরে এখানে লাশ ফেলে রেখে গেছে তা জানা যায় নি।
এ বিষয় সোহাগের মা তাহেরা বেগম বলেন, সে রাজযোগালী সহ মৌসুমি বিভিন্ন কাজ করতো। গতকাল আমার থেকে একশো টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছে। রাতে বাড়ি যায় নি। এখন তাঁর লাশ পেয়েছি।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, অপমৃত্যু মামলা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে তার মৃত্যুর রহস্য। রিপোর্টের উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.