মোঃ মমিন উল্লাহ ভূইয়া, বরুড়া (কুমিল্লা)
বরুড়ায় পীরে কামেল হযরতুল আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভীর ও শহীদ ছদরুল আমিন রেজভীর স্বরণে রেজভীয়া কনফারেন্স আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩রা মে শনিবার বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হল রুমে বরুড়া উপজেলা রেজভীয়া দরবার শরীফ কমিটির আয়োজনে রেজভীয়া কনফারেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ রেজভীয়া ফোরামের প্রেসিডেন্ট রেজভীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ সূফী আল্লামা বদরুল আমিন রেজভী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী(হারং চান্দিনা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজভীয়া দরবার শরীফের খলিফা (ব্রাক্ষণবাড়িয়া) মুফতি রফিকুল ইসলাম রেজভী, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সভাপতি সৈয়দ জোবায়ের হোসেন জুয়েল, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার স্থায়ী দাতা সদস্য সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদ সহ প্রমুখ।
এদিন রেজভীয়া কনফারেন্স শেষে বরুড়া উপজেলা রেজভীয়া দরবার শরীফ কমিটিতে সভাপতি মোঃ আবদুল কাদের রেজভী, সহ-সভাপতি আবদুল আউয়াল ভোলা রেজভী, সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান রেজভী, সহ সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ শাহ আলম রেজভী, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান রেহভী, সহ সাংগঠনিক হিসেবে মোঃ সাইফুল ইসলাম রেজভী নির্বাচিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.