মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
কুমিল্লার বরুড়ায় ৩০ সেপ্টেম্বর রেড উইং রেস্টুরেন্টে ও কনভেনশন হল উদ্বোধন করা হয়েছে।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোঃ সাইফউদ্দিন রেস্টুরেন্ট টি উদ্বোধন করেন।
উদ্বোধন পূর্বক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বকতার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সমাজসেবক মোয়াজ্জেম হোসেন কল্লোল, শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, মেডিনোভা হসপিটালের চেয়ারম্যান আবুল খায়ের, তিতাস গ্যাসের জিএম সোহাগ, এশিয়া ব্যাংক ম্যানেজার মোঃ জামাল হোসেন, সমাজ সেবক রফিকুল ইসলাম সবুজ। সভাপতিত্ব করেন রেড উইং এর চেয়ারম্যান মোঃ নোমান।
রেড উইং-হোটেল রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে যেখানে থাকছে সহ-পরিবার নিয়ে ঘুরাফেরা ও দেশ বিদেশের উন্নত মানের খাবারের স্বাধ গ্রহন করা।
চাইনিজ খাবার, থাই খাবার, এরাবিয়ান খাবার, ভারতীয় ও বাংলা খাবারসহ বিভিন্ন খাবার। বিনোদনের জন্য থাকছে আলোকিত লাইটসজ্জায়, সুইমিং-পোল ও রাইন্ডেবল অপেক্ষিত বৈঠকখানা। বরুড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড লতিফপুর বরুড়া টু কুমিল্লা সড়কের পাশে এ হোটেল টি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.