মোঃ ইকরামুল হক
বরুড়ায় প্রতি বছরের ন্যায় আউশ মৌসুম কে সামনে সাত হাজার কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়েছে। ২১শে এপ্রিল সোমবার সকাল সাড়ে নয়টায় বরুড়া উপজেলা পরিষদ চত্তরে বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০২৫ -২০২৬মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের লক্ষ্যে প্রণোদনা,কর্মসূচীর উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ' সার্বিক তত্ত্বাবধানে কর্মসুচী উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা উপজেলা উপ- সহকারী কৃষি অফিসার মোঃ আলী সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তবর্গ। এদিন উপজেলার ১৫ ইউনিয়ন ও এক পৌরসভার মোট ৭ হাজার কৃষক কে ৫কেজী করে উফসী আউস ধানের বীজ, ১০ কেজি ডি এ পি সার, ১০কেজি করে পটাশ বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.