মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৯ জুলাই ২৩ ইং বরুড়া পৌরসভার কাসেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারী হসপিটালের আয়োজনে, প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ সোলেমান ভুইয়া, বরুড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বেলাল হোসেন বিল্লাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল হক, সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় অতিথিরা বলেন আমরা সকলেই জানি দুধ একটি পুষ্টিকর খাবার। মানব সম্পদ উন্নয়ন, সামাজিক, নিরাপত্তা, শিশু কিশোর -কিশোরীদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ঘোষনা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে মানুষের পুষ্টি নিশ্চিত করতে হবে। আমরা সকলে জানি, স্বাস্থ্যই সকল সুখের মূল, আর স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রয়োজন পুষ্টি। দুধে প্রায় সকল পুষ্টিগুন আছে। সচেতনতার অভাবে আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টিহীনতায় ভোগে। কোন খাবারে পুষ্টি আছে তা আমরা অনেকেই জানি না। যেমন- শাক সবজি, ফলমূল, দুধ, ডিম, পরিমিত মাংস, ঘরে তৈরী নাস্তা ইত্যাদিতে প্রচুর পরিমান পুষ্টি আছে। কিন্তু আমরা বাজারের তৈরি তৈলাক্ত অপুষ্টিকর খাবার বেশী খাই। এতে আমাদের অর্থ ও স্বাস্থ্যের ক্ষতি হয়। চকলেট, চিপস জাতীয় খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এই টাকা দিয়ে যদি আমারা বাচ্চাদেরকে দুধ, ডিম কিনে খাওয়াই তাহলে, শিশুর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি শিশু হয়ে ওঠবে মেধাবী। আর এই মেধাবী শিশুরাই আগামী দিনে আমাদের এ দেশকে নেতৃত্ব দিবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গঠন করতে হলে সুস্থ্য সবল মেধাবী জাতি গঠন প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.