বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বরুড়া থানা পুলিশ কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ জামাল হোসেন ভূঁইয়া সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, পৌরসভার অর্জুনতলা গ্রামের মো: শরিফুর রহমার পুত্র ফার্নিচার ব্যবসায়ী মো:সোহেল রানা ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/৩০ জন কে আসামি করে গত ২৪ অক্টবর ২৪ ইং বরুড়া থানায় একটি মামলা দায়ের করে। মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালে জানুয়ারী মাসে বরুড়া পৌরসভার চৌরাস্তা মোরে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী করে তারা। চাঁদা না পেয়ে বিবাদীরা অস্ত্রের মুখে ভয় ভীতি দেখিয়ে দোকানের মালামাল লুটপাট করে এবং ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করে।
মঙ্গলবার মামলায় তদন্ত কারী অফিসার এস আই তাজুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ জামাল হোসেন ভূঁইয়া কে উপজেলা গেইটের সামনে থেকে আটক করে। জামাল হোসেন পৌরসভা দেওড়া গ্রামের পিতা মৃত কোরবান আলীর ছেলে।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, খোসবাস জালালপুরের মো মহিপুল এর ছেলে ফরহাদ হোসেন ও বগাবাড়িয়া গ্রামের ইছাক মিয়ার ছেলে সাইদুল।
এছাড়াও বিগত আ.লীগ সরকারের সময়ে জাতীয় শোক দিবসের দিন ফরহাদ ও রিয়াদ নামে ২ স্বেচ্ছাসেবক লীগের নেতার খোশবাস উচ্চ বিদ্যালয়ের মাঠে অস্ত্র হাতে একটি ভিডিও সোস্যাল মিডিয়া ভাইরাল হয়। দীর্ঘ দিন ফরহাদ ও রিয়াদ আত্ব গোপন থাকার পর ২৯ অক্টোবর পুলিশ ফরহাদ কে গ্রেফতার করে।
রিয়াদ এখনো আত্ব গোপনে আছে। ফরহাদ হোসেন জালাপুর গ্রামের মো মহিপুল এর ছেলে। সাইদুল ও আওয়ামী যুবলীগের কর্মী বলে জানা যায়। সে বগাবাড়িয়া গ্রামের ইছহাক মিয়ার ছেলে।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, মামলা থাকার কারণে তাদের কে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.