মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন চলা কালীন সময় ঘোস্পা হাইস্কুল কেন্দ্রের পাশ থেকে ৯ টি ককটেল সহ ২ যুবক কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করার দায় ৬ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ৯ মার্চ২৩ ইং গালিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালীন সময় দুপুরে আইনশৃঙ্খলা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশ্চন্তপুর গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে সাকিব (২১) একই উপজেলার ডাবুরিয়া গ্রামের ছগির হোসেন এর ছেলে সাকিবুল হাসান সাগর (২১) কে ৯ টি ককটেল সহ ঘোস্পা গ্রাম থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়াও জাল ভোট দেয়ার অপরাধে ৬ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
লাকসাম উপজেলার কৈত্রা গ্রামের মোঃ নিরব (১৯) কে ২ বছর, বরুড়া উপজেলার ঘোস্পা গ্রামের মোঃ মাছুম ( ২৪) কে ৬ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জাল ভোট প্রদান করায় ঘোস্পা গ্রামের ৪ জন যথাক্রমে মোঃ শরীফ (২১) কে ৭ দিন, মোঃ ইলিয়াছ (২৬) কে ৩ দিন, আবদুল মতিন (৪৫) কে ৩ দিন মোঃ রাকিব ( ১৯) কে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট।
যাদের কাছে ককটেল পেয়েছে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আগামীকাল সকল কে জেল হাজতে প্রেরণ করা হবে। নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য প্রশাসন সকল পদক্ষেপ নিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.