স্টাফ রিপোর্টার, বরুড়া
কুমিল্লার বরুড়ার তিনটি অসহায় পরিবারের মাঝে টিন দিয়ে সহোযোগিতার হাত বাড়িয়ে দিলেন ওরাই আপনজন সামাজিক সংগঠন।
২৪ জুন ২৪ ইং দুপুরে সংগঠনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের মাঝে এই টিন তুলে দেওয়া হয়। তিনটি ভ্যানগাড়ি করে উপজেলা শিলমুড়ি ইউনিয়নের হুগুলি গ্রামে একজন (সনাতন ধর্মাবলম্বী) ও খোশবাস দক্ষিণ ইউনিয়নের মুগুজী গ্রামের একজন এবং পৌর এলাকার দেওড়া গ্রামের একজন কে (মুসলিম ধর্মালম্বী) পরিবারের মাঝে ৮ বান টিন তুলি ও প্রয়োজনীয় নাট বল্টু দেওয়া হয়।
তিনটি পরিবারকে কোন ভাই নেই। তিনটি পরিবারের ৪ টি করে কন্যা সন্তান রয়েছে। অসহায় পরিবারের মেয়ে গুলো নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে বেসরকারি চাকরি করে সংসার চালিয়ে লেখাপড়া করছে। তিনজনই বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের শিক্ষার্থী। ওরাই আপনজন সংগঠন তিনটি পরিবারকে তিনটি মেয়েকে লেখাপড়ার কাজে সহোযোগিতা করে আসছে।
টিন গুলো পরিবারের মাঝে তুলে দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মহিন উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.