মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বরুড়া উপজেলার ১৫ নং পয়ালগাছা ইউনিয়নে জন্ম নিবন্ধন বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ৮ ই ডিসেম্বর সকাল ১১ঃ ৩০ মিনিটের সময় সরেজমিনে গেলে এই বিষয়ে ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস ও প্রতিবন্ধী রেহানা আক্তার সহ আরো অনেক বলেন, আমাদের কাছ থেকে বিভিন্ন কাজের কথা বলে অভিসের অপারেটর প্রতারনার মাধ্যমে স্থানীয় মহিন ৪ শো থেকে ৫ শো টাকা পর্যন্ত নেয়। অতিরিক্ত টাকা নিয়েও আমাদের ভোগান্তির শেষ নেই।
আমরা সাধারণ মানুষ এই বিষয়ে মুখ খুললে বা বলতে চাইলে আমাদের জন্ম নিবন্ধন দিবে না বলে হুমকি দেয়।
আমরা সাধারণ মানুষ নিরুপায় হয়ে জম্ম নিবন্ধন নিতে বাধ্য হই। ভুক্তভোগীরা আরও বলেন আমরা সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল কে পেয়ে, আমাদের মনে ও প্রানে সাহস এসেছে।
আমরা দুই একটি কথা বলার জন্য ক্যামেরার সামনে এসেছি। আমরা সত্যটাকে তুলে ধরলাম গণমাধ্যম কর্মীর মাধ্যমে। এই বরুড়া উপজেলার ১৫ নং পয়ালগাছা ইউনিয়নে কি হচ্ছে তা দেশবাসীকে জানিয়ে রাখি।
এবিষয়ে মহিনের সাথে কথা বললে তিনি তা অস্বীকার করেন।
এই বিষয়ে পয়ালগাছা ইউনিয়নের সচিব এর সাথে কথা বলতে চাই সচিব ও অস্বীকার করেন।
পরে ১৫ নং পয়ালগাছা ইউনিয়নের চেয়ারম্যান সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি।
সাধারণ মানুষ এই বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
https://youtu.be/BSXI3HJo8FU
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.