কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন স্থানে মতবিনিময় করেছেন এস কিউ গ্রুপ ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি এ জেড এম শফিউদ্দিন শামীম।
শুক্রবার দিনব্যাপী তিনি বরুড়া উপজেলার বিভিন্ন গ্রামে ব্যস্ত সময় অতিবাহিত করেন তিনি।
জানা গেছে, শুক্রবার (১০ মার্চ) সকালে বরুড়া ১২নং আড্ডা ইউনিয়নের স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দলীয় কাজ শুরু করেন তিনি। সকাল ১০টায় পেরপেটি কাসেম উলুম মাদ্রাসা- এতিমখানা ও আনাইদকোডা গ্রামে আশ্রাফীয়া মাদ্রাসার শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। ঘনকখুলী গ্রামে পাটোয়ারী বাড়ী মসজিদে জুমার নামাজ আদায় করে মসজিদ কমিটি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় যুক্ত হন। বিকালে অশ্বদিয়া বাজারে সাউথ বাংলা এগ্রিকালসার ও সমবায় ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংক শাখার শুভ উদ্বোধন করেন, ব্যাংকের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম। সমাবেশে তিনি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার ঘোষণা প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুজ্জামান বাহাদুর, ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, আড্ডা ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এস কিউ গ্রুপ ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি এ জেড এম শফিউদ্দিন শামীম বলেন, করোনা আমাদের পথ দেখিয়ে দিয়েছে। এস কিউ ফাউন্ডেশনের সদস্যরা জীবনবাজি রেখে অক্সিজেন সিলিন্ডার, পি.পি.ই, মাস্ক, হ্যান্ড সেনিটেশন, ঔষধ, খাদ্য সহায়তা প্রদান করেছে। মানবিক দায়িত্ববোধ থেকে এস কিউ পরিবার আপনাদের কল্যাণে কাজ করবে। বরুড়ার মাটি ও মানুষের যে কোন প্রয়োজনে আমরা আপনাদের সাথে আছি। ইনশা আল্লাহ পাশে থাকবো সব সময়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.