বৃহস্পতিবার কুমিল্লার বরুড়ার ভবানীপুরে কোরাআন শরীফ বিতরণ করা হয়েছে। এক প্রবাসী যোদ্ধার সহযোগিতা বাংলাদেশ পাবলিক টিভির আয়োজনে
বাতাইছড়ি নতুন বাজারে সুজাত নগর আরাবিয়া দারুল সুন্নাহ্ মাদ্রাসা ও এতিমখানা প্রায় ৪ শত কোরাআন শরীফ বিতরণ করা হয়।
এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অত্র প্রতিষ্ঠানের মুহতামিন বলেন সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল একজন দিনদার সহজসরল মানুষ।
আজ আমাদের মাদ্রাসায় তার প্রবাসী বন্ধু যোদ্ধাদের সহযোগিতা কোরানে হাফেজ ও এতিমদেরকে কোরান শরীফ উপহার হিসাবে দেওয়াতে আমি মুগ্ধ ও আনন্দিত।
এসময় তিনি বাংলাদেশ পাবলিক টিভির চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুলের নেক হায়াত কামনা করেন।
মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল বলেন, আমি দ্বীনি কাজের জন্য দেশ ও প্রবাসী যোদ্ধা বন্ধুদের থেকে সহযোগিতা এনে এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রচেষ্ট করছি।
https://youtu.be/gqfPA2HsFbw
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.