মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়ার শিলমুড়ী আর আর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তপন চন্দ্র শাহার উপর হামলা করেছে বহিরাগত আরেক শিক্ষক।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করছিলেন তপন চন্দ্র শাহ। এসময় শিলমুড়ী বড়ইয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মজুমদারের পুত্র জাহাঙ্গীর আলম মজুমদার (মাস্টার) ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের হাজিরা খাতা দেওয়ার কথা বলেন, তপন চন্দ্র শাহ প্রধান শিক্ষকের অনুমতি ব্যতীত হাজিরা খাতা দেওয়া যাবে না বলে অপারগতা প্রকাশ করলে মোঃ জাহাঙ্গীর উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সামনে শিক্ষক তপন চন্দ্র সাহাকে মারধর করে আহত করে।
খবর পেয়ে বরুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য বরুড়া সরকারী হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনা ভুক্তভোগী শিক্ষক জাহাঙ্গীরের বিরুদ্ধে বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিক্ষকের উপর হামলার খবর শুনে ঐ শিক্ষকের সাবেক ছাত্ররা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছে অনেক শিক্ষার্থী। সঠিক বিচার না হলে একাধিক শিক্ষার্থী জানান, আমারা ক্লাস বন্ধ রাখবো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, সে (জাহাঙ্গীর ভাই) আমার রুমে আসেনি। শুনেছি হাজিরা খাতা চেয়েছে। হাজিরা খাতা না দেয়ার কারণে শিক্ষকের গায়ে হাত তুলেছে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখ জনক। আমি তীব্র নিন্দা জানাই। জাহাঙ্গীর সাহেব আরেকটি স্কুলের শিক্ষক এটা তার কাছ থেকে আশা করে নি। তবে তার বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।
থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন বলেন, এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তপন চন্দ্র শাহ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এলাকা শান্ত রাখার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.