আদালত প্রতিবেদক
কুমিল্লা -৮ বরুড়ার সাবেক এমপি সদস্য আবু জাফর মোহাম্মদ শামীম এর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম এর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম এর বিরুদ্ধে ৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে, এই অবস্থায় তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। শুনানি নিয়ে আদালত আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম এরর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর জমি জব্দ ও ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত কুমারের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তাঁর ব্যাংক হিসাবে জমা থাকা টাকার পরিমাণ ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮।
দুদকের তথ্য বলছে, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর মাদারীপুরের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.