মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া জয়কামতা গ্রাম থেকে বাছুর সহ ৪ গরু চুরির ঘটনায় ৫ গরু চোর কে আটক করেছে বরুড়া থানা পুলিশ।
১৮ মে ২৩ ইং তাদের কে আটক করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে বলে থানা সূত্রে জানা যায়।
বিভিন্ন সূত্রে জানা যায়, বরুড়া উপজেলা শিলমুড়ি উত্তর ইউনিয়ন জয়কামতা গ্রামের আবদুল মালেকে এর ১ মে গোয়াল ঘর থেকে দুটো গাভী গরু বাছুর সহ ৪ টি গরু রাতে চুরি করে নিয়ে যায় কে বা কারা। জয়নাল আবেদীন অনেক খুঁজাখুঁজি করার পর গরু না পেয়ে বরুড়া থানায় সাধারণ ডায়রী করেন। অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর পরিকল্পনায় বিশেষ অভিযান চালায় বরুড়া থানা পুলিশ। ১৮ মে বিভিন্ন জায়গা থেকে ৫ গরু চোর কে আটক করে পুলিশ। তাদের জবানবন্দি থেক তথ্য নিয়ে গরু গুলো কে ও উদ্ধার করা হয়। আটককৃত চোরেরা হলো নোয়াখালী জেলার কবির হাট উপজেলার চড় মন্ডলিয়া গ্রামের নুর আলমের ছেলে নুরুল ইসলাম প্রধান শাহিন (৩১) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাল্লারচর গ্রামের নুরুল ইসলাম এর ছেলে মোঃ জামাল হোসেন (৩৫) কুমিল্লার কোতোয়ালী থানার কমলাপুর গ্রামের মৃত আবদুল লতিফ ড্রাইভারের ছেলে বাদল মিয়া (৫৬) একই গ্রামের অহিদুর রহমান এর ছেলে মোবারক হোসেন (৩৬) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাকচি চিওড়া গ্রামের মৃত তনু মিয়ার ছেলে ইয়াছিন (৪৪)।
এই সময় তাদের ব্যবহৃত পিকআপ ঢাকা মেট্রো ন ১৯-৬২১৮ গাড়িটি ও জব্দ করা হয়।
এ বিষয় বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন বলেন, এসপি মহোদয়ে সার্বিক সহোযোগিতা চোর গুলো গ্রেফতার করা হয়েছে। সামনে কোরবানির ঈদ সকল কে সচেতন থাকার অনুরোধ করছি। যে কোন কাজে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্বক সহোযোগিতা করবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.