স্টাফ রিপোর্টার
বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।
শনিবার ২২শে ফেব্রুয়ারী নারায়নগঞ্জের ভুলতা সুবর্ণগ্রামে সমিতির সভাপতি বাবু মনিন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদের সার্বিক ব্যবস্থাপনায় সকাল আটটা থেকে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ জাকারিয়া তাহের সুমন।
https://youtu.be/fmXxGh7535g?si=C8A08lBX_djNk32B
বনভোজনে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, সংগঠনের সহসভাপতি আনিসুর রহমান, আবু রিয়াজ নুরু উদ্দিন খন্দকার স্বপন, আমীর হোসেন ভুঁইয়া, বিএনপি নেতা কায়সার আহমেদ সেলিম, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন, ডেইলি প্রেজেন্ট টাইম এর প্রধান সম্পাদক মোঃ ওমর ফারুক জালাল, দৈনিক মুক্তির লড়াইয়ের সম্পাদক কামরুজ্জামান জনি, সমিতির সদস্য বোরহান উদ্দিন, প্রবাসী আনোয়ার হোসেন সহ বরুড়ার সর্বমহলের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
খেলাধুলা, লটারি আর আনন্দ আড্ডার মধ্যে পরিবার নিয়ে সমিতির সদস্যরা এ দিনটি উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.