মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার আয়োজনে মেধা বৃত্তি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ নভেম্বর বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে বরুড়া উপজেলার ১৬৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেনির শিক্ষার্থীদের অংশ গ্রহণের মেধা বৃত্তি ২০২৩ অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে সমিতির সভাপতি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, হক বে এর ব্যবস্থাপনা পরিচালক, জাপান সরকার কর্তৃক প্রদত্ত রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অর্নার অফ দা রাইজিং সান মোঃ আবদুল হক, বরুড়া ফাউন্ডেশনের সভাপতি ও বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির আজীবন সদস্য মোঃ তোফাজ্জল আলী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ মনির উদ্দিন, সমাজ কল্যান মন্ত্রনালয়াধিন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক-যুগ্ম সচিব মোঃ শাহ আলম, এডিশনাল ডিআইজি মোঃ গিয়াস উদ্দিন আহমেদ মানিক, সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা শিক্ষা অফিসার মােঃ তরিকুল ইসলাম, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহ সভাপতি মোঃ আমির হোসেন ভুইঁয়া, আবু রিয়াজ মোঃ নুর উদ্দিন খন্দকার স্বপন, সহ সভাপতি ও কেমতলী আলো পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাসেম, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আমিন, প্রচার সম্পাদক মোঃ গোলাম মোর্শেদ, আজীবন সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, আজীবন সদস্য ও নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডাঃ মোঃ ইকবাল হোসেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, আজীবন সদস্য মোঃ আজহার সুমন, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হক, শিলমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, আমরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহাদাত হোসেন ভুইয়া, বরুড়া পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাজাম্মুল হোসাইন, সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এদিন বরুড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন সহ ১৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা মেধা বৃত্তি পরীক্ষায় ৮০৯ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এতে ৫০ জন ট্যালেন্টফুলে, ১৬৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.