ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিক পেয়েছেন।
কুমিল্লা জেলা অতিরিক্ত প্রশাসক ও রির্টাণিং কর্মকর্তা ২ মে ২৪ ইং এই প্রতিক বরাদ্দ করেন।
চেয়ারম্যান পদে নাছির উদ্দিন লিংকন মোটরসাইকেল ও মোঃ হামিদ লতিফ ভূঁইয়া (কামাল) আনারস প্রতিক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে শাহ মোঃ কামাল হোসেন চশমা, এডভোকেট আবদুর রহিম পালকি ও কবির আহমদ তালা প্রতিক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনোয়ারা বেগম কলসী, কামরুন্নাহার শিখা হাস ও জান্নাতুল ফেরদৌস মর্জিনা পেয়েছেন ফুটবল প্রতিক।
উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম এর মনোনয়ন হাইকোর্ট বৈধ করলেও সাটিফাই কপি জমা না দেয়ার কারণে প্রতিক বরাদ্দ হয় নি। জানা গেছে মইনুল ইসলাম উড়োজাহাজ প্রতিক চেয়েছ এবং ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফরহাদ হোসেন টিয়া পাখি প্রতিক চেয়েছেন।
সাটিফাই কপি জমা হলে আনুষ্ঠানিক ভাবে এ দুজন প্রতিক পাবেন। আগামী ২১ মে ২৪ ইং বরুড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.