মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া পৌরসভার সাহারপদুয়া নামক স্থান থেকে ১৩ জুলাই রাতে ২ শো পিচ ইয়াবা সহ তিনজন ইয়াবা কারবারী কে গ্রেফতার করেছে টহলকারী বরুড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায় ১৩ জুলাই রাতে আনুমানিক সোয়া ২ টার দিকে এস আই মধু সুদন মজুমদার কুমিল্লা বরুড়া সড়কের সাহারপদুয়া নামক স্হানে সন্দেহ ভাজন একটি মোটরসাইকেলে তিন আরোহী কে আটক করে। তাদের কথোপথোনে সন্দেহ হলে দেহ তল্লাশি করে তাদের সঙ্গে থাকা ২ শো পিচ ইয়াবা টেবলেট পাওয়া যায়।
গ্রেফতার কৃতরা হলেন, বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ভংগুয়া গ্রামের সাখাওয়াত হোসেন সাকু (২৪), মেড্ডা গ্রামের নজরুল ইসলাম (২৪) ও কুমিল্লা কোতোয়ালী থানার শাশনগাছা এলাকার আরাফাত হোসেন (২০)।
গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। এই বিষয় বরুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান গ্রেফতারকৃত আসামিদের মোটরসাইকেল সহ নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদের কে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.