মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির পরিচিতি সভা ১০ জানুয়ারী ২৫ ইং রাতে বরুড়া দৈনিক বাজারে অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্হান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব মনীদ্র কিশোর মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খায়রুল এনাম খান তৌফিক, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাবেক বরুড়া পৌরসভার মেয়র জসিমউদদীন পাটোয়ারী, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বাজার কমিটির সহসভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক ডাঃ দিলিপ সরকার, জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম মোল্লা, প্রচার সম্পাদক মোঃ মাহবুব, ব্যবসায়ী শামীম, সুমন সাহা, বলাকা বাস শ্রমিক নেতা মোঃ আবদুল জলিল প্রমুখ।
তার আগে বাদ মাগরিব উপজেলা প্রশাসনের সাথে বাজার কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক প্রমুখ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন বাজার ব্যবসায়ী জাফর ইকবাল খন্দকার ও আক্তার হায়দার।
প্রধান অতিথি জাকারিয়া তাহের সুমন বলেন, কোন চাঁদাবাজ কে ছাড় দেওয়া হবে না। বরুড়া সকল ধরনের জীবি বন্ধ থাকবে। ব্যবসায়ীরা বাজার কমিটি কে সাপোর্ট দিন। আপনাদের সুখে দুঃখে তারা সব সময় থাকবে। রাতে পাহাড়ার বিষয় জোরদার করতে হবে। সকল দোকানের সামনে বিদ্যুৎ এর বাল্ব জ্বালাত হবে।
বাজার কমিটি বাজারে একটি অফিস করার ও কথা বলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.