স্টাফ রিপোর্টার
বরুড়া মানব সেবা সংগঠনের উদ্যোগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দোয়া শেষে কয়েকটি বৃক্ষের চারাগাছ রোপন ও শিক্ষার্থীদের মাঝে প্রত্যেক কে একটি করে ফলজ বৃক্ষের চারাগাছ বিতরণ করা হয়।
সোমবার সংগঠনের সভাপতি মাওলানা কাজী মুফতী মোহাম্মদ মমিন উল্লাহ ভুইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নূ এমং মারমা মং।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ জাহিদ হাসান, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমেদ, ৫-নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ জাকির হোসেন, ১০-নং শিলমুড়ী উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী সোয়াব আলী, সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা।
অনুষ্ঠান সঞ্চালনায় সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খোরশেদ আলম।
আরও উপস্থিত ছিলেন শিলমুড়ী উত্তর ইউনিয়নের ৫-নং ওয়ার্ড মেম্বার গাজী মোঃ ওয়াহেদ আলী, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কাজী আনোয়ার উল্লাহ, শিলমুড়ী উত্তর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও কোমলপ্রাণ শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.