কুমিল্লার বরুড়ার ১ এপ্রিল ২৩ খ্রিঃ খোশবাস ইউনিয়নের দেননগর গ্রাম থেকে মোঃ রাব্বী নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে বরুড়া থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন এর নির্দেশনায়, সঙ্গীয় এসআই আলী মর্তুজা, এএসআই মোঃ আরিফুল মাওলা, এএসআই মোঃ ওয়াহিদুল করিম, এএসআই আব্দুল মোতালেব ও ফোর্স সহ বরুড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানাধীন ০৩নং খোশবাস উত্তর ইউনিয়ন খোশবাস পূর্ব বাজারে আকতার এর অটো পার্টসের দোকানের ভিতর ইং ১ এপ্রিল বিকাল ৫ ঘটিকার সময় মোঃ রাব্বি(২৭), পিতা- মোঃ আব্দুর রহিম, মাতা- মোসাঃ হাসমতের নেছা, সাং-দেওয়ান নগর (মিয়াজী বাড়ী), থানা-বরুড়া, জেলা- কুমিল্লাকে ৩০ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
সে দীর্ঘদিন যাবত বরুড়া থানার খোশবাস ইউনিয়ন সহ আশপাশের এলাকায় তার অপর পলাতক সহযোগী আকতার হোসেন(৩০) ও মোঃ মাহে আলম প্রকাশ মাহা আলম(৩৬) গন পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। সে একাধিক মাদক মামলার এজাহার নামীয় আসামী।
উক্ত ঘটনায় বরুড়া থানার এসআই মোঃ আলী মর্তুজা বাদী হয়ে এজাহার দায়ের করলে বরুড়া থানার মামলা নং-০১, তারিখ -০১/০৪/২০২৩ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারনি ১৯(গ)/১০(ক)/৪১ রুজু করা হয়েছে।
এ বিষয় বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় নয়। এ ধরনের সংবাদ পেলে গোপনে আমাকে জানাবেন। অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.