মোঃ ইলিয়াছ আহমদ ও মোঃ শরীক উদ্দিন, বরুড়া
কুমিল্লার বরুড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কর্তৃক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার ও পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আবুল হাসনাত এর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রফেসর ড. আমান উল্লাহ, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও আবদুস সামাদ, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল আলম হেলাল।
এদিন সকাল ১১ টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়। সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.