মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় অবৈধ ভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ ২২ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার শিলমুড়ী দক্ষিন ইউনিয়নের লগ্নসার গ্রামে কৃষি জমি নষ্ট করে অবৈধ ভাবে স্কেবেটরের মাধ্যমে মাটি উত্তোলন করে, যার ফলে স্থানীয়দের দাবী গভীর গর্ত হওয়ায় পার্শ্ববর্তী লগ্নসার দাখিল মাদ্রাসা ভবনটি গর্তে বিলীন হওয়ার মত অবস্থা সৃষ্টি হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ।
এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সংগীয় ফোর্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ বলেন বরুড়া উপজেলার যে কোন এলাকায় অবৈধ ভাবে ড্রেজার ও স্কেবেটরের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.