বরুড়া প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় কয়েকটি পরিবারের ঘর ভেঙে জমি দখল করে মেম্বারের বাড়িতে প্রবেশের রাস্তা তৈরি ও সৌন্দর্যবর্ধনে বাগান তৈরি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বেকী গ্রামের ইউপি সদস্য ও পতিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সোলেমান মিয়া বিগত দিনে ক্ষমতার প্রভাব খাটিয়ে তার বাড়ীতে প্রবেশ করার জন্য প্রতিবেশী জয়নাল, কাদের, সেলিম ও ইমাম হোসেনের ঘরে, সীমানা প্রাচীর ও কবরস্থান গুড়িয়ে দিয়ে এলজিইডি থেকে অর্থ বরাদ্দ নিয়ে রাস্তা তৈরি করেন। বাড়ির সামনে রাস্তার দুই পাশে সৌন্দর্যবর্ধনের জন্য বাগান তৈরি করেন।
https://youtu.be/zs692H3NSyU?si=D33AztXfPUAXFVo9
এ ঘটনায় আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও ক্ষমতাশালী ইউপি সদস্য উপজেলা প্রকৌশলীকে মেনেজ করে অন্যের জমিতে রাস্তা তৈরি করেন। সম্প্রতি ইমাম হোসেন দেশে এসে রাস্তার পাশে ইউপি সদস্য সোলেমান এর দখলে নেয়া তার জমি থেকে বাগান ও বসার বেঞ্চ ভেঙে দেন।
এ ঘটনায় কয়েকটি স্থানীয় গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে রাস্তা ও রিটার্নীং ওয়াল ভেঙে ফেলার সংবাদ প্রচার করান। প্রকৃতপক্ষে রাস্তার থেকে প্রায় তিন ফুট দূরত্বে বাগান ও বেঞ্চ ভেঙে ইমামরা তাদের জমি বেদখল থেকে উদ্ধার করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.