স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার কুমিল্লার বরুড়াস্থ ডক্টরস কমিউনিটি হাসপাতালের সার্বিক সহযোগিতায় সাহস স্কুলের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং কার্যক্রম সম্পন্ন হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহস স্কুলের প্রতিষ্ঠাতা, লেখক ও প্রকাশক নাজমুল হুদা রতন, ডক্টরস কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ইলিয়াস আহমেদ, টেকনোলজিস্ট আব্দুস সালাম খোকন ও সহকারী মোবারক হোসেন।
শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য বছরের শুরুতে নিয়মিত ভাবে নতুন ভর্তি হওয়া সকল শিক্ষার্থীর জন্য সাহস স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত হয় ব্লাডগ্রুপিং প্রোগ্রাম। উপস্থিত অভিভাবকগণ এই কার্যক্রমের প্রসংশা করে বলেন, সাহস স্কুল পড়াশোনার পাশাপাশি শিশুর শারিরীক ও মানসিক বিকাশে নানা ধরনের এক্সট্রা কারিকুলার একটিভিটি করে যা খুবই গুরুত্বপূর্ণ।
সাহস স্কুল, শিক্ষার মজবুত ভিত গড়ে দেয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.